সাম্প্রতিক কর্মকান্ডঃ
০১. সৌন্দর্য্য বর্ধনের জন্য অফিসের চারপাশে বাহারি উদ্ভিদের সমারোহ ঘটানো হয়েছে।
০২. উপজেলা ভূমি অফিসকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতাভূক্ত করতে প্রতিটি কক্ষে এবং
চারপাশে সর্বমোট ১৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
০৩. ভূমির সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে ভূমি বিষয়ে আধুনিক প্রশিক্ষণ প্রদান করার পরিকল্পনা
গ্রহণ করা হয়েছে।
০৪. খাস জমি যথাযথভাবে সংরক্ষণ করা ও অবৈধ দখলমুক্ত রাখা।
০৫. ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, তত্ত্বাবধান ও পরিবীক্ষণ।
০৬. বোয়ালখালী উপজেলার সকল মৌজা ম্যাপ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএলএমএস) প্রকল্পের
আওতায় স্ক্যান করে ডিজিটাল কপিতে রূপান্তর করা হয়েছে। ফলে জনগণ যে কোন জায়গা থেকে এগুলো
দেখতে পারে।
০৭. ভূমি জরিপ এবং ভূমির নক্সা ও রেকর্ড প্রণয়ন, সংরক্ষণ এবং প্রকাশ।
০৮. ভূমি রাজস্ব প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম তত্ত্বাবধান।
০৯. প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের অর্পিত সম্পত্তির হোল্ডিংগুলি চিহ্নিতকরণ এবং ঐ সকল হোল্ডিং এ কোন
নামপত্তন জমা খারিজ বা জমা একত্রীকরণ হয়ে থাকলে তার সংশ্লিষ্ট অংশটুকু বাতিলকরণ।
১০. ভিপি কেসের হালনাগাদ রেজিষ্টার তৈরি।
১১. ইউনিয়ন ভূমি অফিসের বাজেট ব্যবস্থাপনা ও তদারকি।
১২. পরিত্যক্ত ভূ-সম্পত্তি, পুরাতন মালামাল ও সরকারি গাছ-পালা সংরক্ষণ।
13. অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ ও সীমানা পিলার মেরামত ও সংরক্ষণ।
১৪. রেজিস্টার ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা।
১৫. ই-মিউটেশন কার্যক্রম শতভাগ অর্জন করা।
16. রেকর্ডরুম ডিজিটালাইজেশন।
১৭. ওয়েবপোর্টাল হালনাগাদ করা হয়েছে।
১৮. ভূমি সেবা সপ্তাহ পালন।
১৯. ইউনিয়ন পর্যায়ে ভূমি মালিকদের সাথে মতবিনিময়।
২০. ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য গ্রাম ভিত্তিক ক্যাম্প স্থাপন ও ভূমি উন্নয়ন করা আদায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস